সুসময় তো হাজারো অচেনা বন্ধুর সন্ধান পাওয়া যায় তবে আনন্দ তখন হয় যখন সময় বদলে যায়

 





সুসময় তো হাজারো অচেনা বন্ধুর সন্ধান পাওয়া যায় তবে আনন্দ তখন হয় যখন সময় বদলে যায় কিন্তু বন্ধু বদলায় না আমরা মানুষ তাই বন্ধু ছাড়া আমরা কেউ জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে পারিনা তবে এই বন্ধু নামের শব্দটাকে কেউ কেউ আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার মনে করে কেউবা এই দুই বর্ণের শব্দটাকে শয়তানের আরেকটি হিসেবে উপরে থাকে হ্যাঁ যথেষ্ট যুক্তি আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোন সম্পর্কের শেষ পর্যায়ে গিয়ে এই যুক্তি কাটাতে পছন্দ করি আর এটাই আমাদের সব থেকে বড় ভুল আপনি জানেন কি বাজারে গিয়ে আমরা বাজারে সব থেকে ভালো 

জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করি কিন্তু জীবনের সবথেকে দামি জিনিস বন্ধুত্ব এই বন্ধুর সাথে বন্ধুত্ব করতে গিয়ে আমরা কখনো যাচাই-বাছাই করি না বন্ধুর সাথে বন্ধুত্ব করতে গিয়ে আমরা কখনো তাকে যাচাই-বাছাই করে দেখিনা আর এ কারণেই একটি বন্ধুকে পেয়ে মানুষ প্রথম প্রথম অনেক খুশি হয়ে গেলেও কিছুদিন পর সেই বন্ধুটাকে নিয়ে অনেকেই হতাশ হয়ে পড়ে সঠিক বন্ধু নির্বাচনের জন্য কিছু বিষয় জেনে রাখি প্রথমত তাদের সাথে বন্ধুত্ব করা ঠিক হবে না একজন বন্ধু আপনাকে বিভিন্ন ধরনের বিপদে ফেলবে কারণ বন্দুক বিষয়কে কেন্দ্র করে আপনাকে বিপদে ফেলতে 

পারে নিজের সফলতা ভাবতে শুরু করে অন্বেষা মনে আপনার সবথেকে ভালো বোনটাকে নিয়ে হাসি ঠাট্টা করতে যারা পছন্দ করবে আপনার ভালো কিছু দেখলে বা কোন বিষয়ে আপনার সফলতা দেখলে সে তাকে নিয়ে তারা ইচ্ছে করবে একজন মানুষ একজন মানুষ কখনো কারো বন্ধু হওয়ার যোগ্য হয় না কারণ বন্ধু সব থেকে বড় বড় বিপদে নিজেকে গুটিয়ে রাখে আপনার খারাপ সময়ে কিছুটা দূরত্ব বজায় রেখে চলবে আর ভালো সময় এসে গেলে পূর্ণিমার চাঁদের মতন আপনার পাশে তার উপস্থিতিতে প্রকাশ করবে এরপরে পরনিন্দাকারী একজন পরনিন্দাকারী কখনো বন্ধু বানাবে না সে তার নিজের প্রয়োজনেই আপনাকে কাজে লাগাবে নিজের সুবিধা সবসময় বড় করে দেখবে কারণ একজন 

পরনিন্দাকারী আপনার চোখে ভালো হওয়ার জন্য যেমন অন্যের কথায় সে আপনাকে বলবে ঠিক তেমনি ভাবে সামান্য লোভ-লালসা দেখিয়ে আপনার কথাগুলো অন্য কাউকে বলে ফেলবে একইরকমভাবে মিথ্যেবাদী কেউ বন্ধু বানাবেন না কারণ মরীচিকার মত অনেক দূরের স্বপ্ন গুলো দেখিয়ে কাছে জিনিস গুলো কে দূরে সরিয়ে দেবে শেষ একটি কথা বলতে চাই বন্ধু তারা নয় তোমার একটি ভুলের কারণে তোমাকে দূরে সরিয়ে দেয় বন্ধু তারাই যারা তোমার একটি ভুলের পিছনের কারণটা খুঁজে বের করে সেই কারণটা কি তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর সেই কারণ তাকে সরাতে না পারলে অভিমান করে নিজেই তোমার হাত থেকে দূরত্ব বাড়িয়ে দেয় ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন 

Comments