যখনই আয়না হাতে নেবেন সবার আগে নিজে দেখুন তারপর অন্যকে দেখান সব সময় একটা কথা মনে রাখবেন যে আপনি ভগবানের তৈরি

 




যখনই আয়না হাতে নেবেন সবার আগে নিজে দেখুন তারপর অন্যকে দেখান সব সময় একটা কথা মনে রাখবেন যে আপনি ভগবানের তৈরি সবথেকে সুন্দর একটা জিনিস তাই বাইরের কোন পরিস্থিতিকে আপনার সৌন্দর্যকে নষ্ট করতে দেবেন না জীবনে তিনটি কথা সবসময় মনে রাখবেন আনন্দের সময় কাউকে কোন কথা দেবেন না রাগের সময় কখনই কোন প্রতিজ্ঞা করবেন না ও উত্তর দেবেন না আর দুঃখের সময় কখনই কোনো সিদ্ধান্ত নেবেন না আকাশে রামধনু তৈরি হওয়ার জন্য বৃষ্টির দুটোরই প্রয়োজন হয় একইভাবে আমাদের জীবনে আমাদের জীবনে যদি দুঃখ আছে তাহলে সুখও আছে খারাপ কিছু থাকলে ভালো কিছু আছে অন্ধকার থাকলে আলো আছে আর জীবন থাকলে এই সবকিছুর অনেক প্রয়োজন আছে কথা শোনার অভ্যাস করুন কারণ এই পৃথিবীতে কথা বলা লোকের অভাব নেই 

আপনার নিজের সম্পর্কে খারাপ কথা শোনার সাহস রাখুন কারণ লোক আপনাকে খারাপ কথা বলার জন্য একবারও ভাবলেনা সমালোচনা খারাপ নয় এটি অনেকটা সাবানের মতো যা আমাকে আরও বেশি পরিষ্কার করে তোলে একটি কথা ভুলবে না কারো কাছে ততক্ষণ কোনো কথা বলবেন না যতক্ষণ না আপনাকে জিজ্ঞেস করা হবে কারণ প্রতি মনে রাখবে না সবাইকে ক্ষমা করা শিখুন এবং কিছু কথা ভুলে যাওয়া শিখুন আর যা কখনো পরিবর্তন হবে না সেদিকে সহ্য করা শিখুন একটি বাবাকে জিজ্ঞেস করে বাবা আমাকে কিছু শিখিয়ে দিন আমার জীবনের জন্য তখন বাবা বলে কখনো বাড়িতে থালা পরিষ্কার করেছ লোকটি বলে হ্যাঁ অনেকবার করেছি তখন বাবা বলে কি শিখেছ সেখান থেকে লোকটি বলে এখানে আবার শেখার কি আছে তখন বাবা হেসে বলে থাকে বাইরে থেকে বেশি ভেতর থেকে পরিষ্কার 

করতে হয় একইভাবে নিজেকে বাইরে থেকে নয় ভেতর থেকে পরিষ্কার করতে হয় কারণ যে বাইরের দিকে মোড় নেবে সে তার চিন্তাকে বাড়াবে আর যে তার ভেতরের দিকে মোড় নেবে সেই এবং শান্তিতে থাকবে একটি অন্ধ লোককে মন্দিরে আছে দেখে সবাই হেসে বলে মন্দিরের দর্শন করার জন্য এসেছে কিন্তু তুমি কি ভগবানকে দেখতে পাবে তখনই অন্ধ লোকটি বলে আমি দেখি বা না দেখি আমার ভগবান তো আমাকে দেখতে পাবে তাই চোখ নয় দেখার নজর পরিবর্তন করতে হয় প্রতিটি দিনই ভালো হতে পারে না কিন্তু প্রতিদিন কিছু না কিছু ভালো অবশ্যই হবে একটা কথা সবসময় মনে রাখবেন প্রতিটি গাছের একটি আঘাতের নিচে পড়ে যায় না অতিথির পাথরের আঘাতে ভেঙ্গে পড়ে না একইভাবে সব কাজে আপনি একবারে সফল হবেন না তাই সফলতার জন্য বারবার চেষ্টা করাই হলো একমাত্র 

উপায় ছোট ছোট হোক কিন্তু বারবার চেষ্টা করুন যদি আপনি নিতে না পারেন তাহলে দৌড়া যদি আপনার দৌড়াতে না পারেন তাহলে হাঁটুন আর যদি আপনি হাঁটতে পারেন তাহলে বসে বসে আগান কিন্তু সবসময় আঘাতে থাকুন সময় হলে এমন একটা জমি যেখানে আপনি পরিশ্রম ছাড়া কোন গাছ লাগাতে পারবেন না যদি সময় থাকে পরিশ্রম করেন তাহলে অবশ্যই পাবেন আর যদি আপনি সময়কে নষ্ট করেন তাহলে জীবন ফালতু ঘাসের ভর্তি হয়ে যাবে যখন আগামীকালকে আমরা দেখিনি তাহলে আজকের দিনকে কেন নষ্ট করব যে সময় আমরা হাসতে পারবো সেই সময় কালকের জন্য কেন কান্না করব চলো একটু হাসি ভাগ করে নিন কষ্টকে আরো একটু কষ্ট দিতে জানে এই নিঃশ্বাস কতক্ষণ চলবে তাই সবার খেয়াল রাখুন কিন্তু নিজের খেয়াল রাখুন আর সবসময় হাসতে থাকুন কখনো নিজের জন্য তো কখনো আপনজনের জন্য


এটা বুঝলে জীবনটা বদলে যাবে  


Understanding this will change your life



Comments