আমাদের জীবনে এমন অনেক লোক আছে যারা আমাদেরকে চেনে ও আমাদেরকে পছন্দ করে কিন্তু




আমাদের জীবনে এমন অনেক লোক আছে যারা আমাদেরকে চেনে ও আমাদেরকে পছন্দ করে কিন্তু আমাদের জীবনে এমন কেউ থাকে যার সাথে আমরা সব সময় থাকতে চাই তার সাথে সময় কাটাতে চাই যদিও কাউকে ইমপ্রেস করা কাউকে এটা দেখানো যে আপনি তার জন্য কতটা পাগল এটা ঠিক নয় কিন্তু অনেক সময় সেই মানুষটা আমাদের কাছের কেউ বা কোন ফ্রেন্ড হয় অর্থাৎ আমরা তাকে চিনি আর সে আমাদেরকে সাপোর্ট করে ও আমাদের কথা ও শোনে আর এইরকম মুহূর্তে আপনি যদি চান সে আরো কাছে আসুক এবং আপনার সঙ্গে থাকবে তো আপনার কথা ভাববে তাহলে আজ আমি আপনাদের এমন চারটি কথা বলব সেটা খুব ভালোভাবে শুনুন বুঝুন ফলো করুন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন সবার প্রথমে খুব বেশি ভালোবাসা দেখাবেন না আপনার মনে যদি সামনের জনের জন্য ইনিংস থাকে তাহলে সেটা মন খুলে শো করবেন না যে আপনি তার কথা কতটা ভাবেন কারণ অনেকবার যদি 

সামনের জন এটা জেনে যায় যে আপনি তার জন্য কতটা পাগল সে আপনাকে যা বলবে আপনি তাই করবেন তাহলে এটা তখন উল্টো হওয়া শুরু করে অর্থাৎ সে আপনাকে গুরুত্ব দেওয়া কম করে দেয় তাই নিজের মনে ফিলিংস রাখুন কিন্তু সেটা খুব বেশি দেখাবেন না আর এটা ততক্ষন তো কোনভাবেই দেখাবেন না যতক্ষণ না এটা কনফার্ম হয়ে যায় যে সামনের জনের মনে আপনার জন্য কোন ফিলিংস আছে কি নেই এরপর হলো আপনার মধ্যে কি কোয়ালিটি আছে সেটা নিজের মুখে বলবেন না তাকে বুঝতে দিন অথবা আপনি করে দেখান কখনো নিজের সম্পর্কে সবকিছু কাউকে বলা উচিত নয় যদি আপনি নিজের মুখে নিজের কোয়ালিটির কথা বলেন তাহলে এটা তার ওপরে খুব বেশি প্রভাব ফেলবে না কিন্তু যদি সে নিজে জানতে পারে বা বুঝতে পারে যে আপনার ভিতরে কি কি তাহলে সামনের জন অনেক অবাক হয়ে যাবে আর এটা তাকে অনেক ইমপ্রেস করবে যেমন একটা ছেলে ছিল সে আইটি ও ইন্টারনেটে অনেক কিছু জানতে ইন্টারনেটে অনেক কিছু করত কিন্তু কাউকে কখনো কোন কিছু 

বলেনি আর একদিন ছেলেটি তার গার্লফ্রেন্ডের বাড়ি যাই আর দেখে তার গার্লফ্রেন্ডের বাবা চিৎকার করছে ফোনে ছেলেটি জিজ্ঞেস করে জানতে পারে মেয়েটির বাবার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে একটি লিংকে ক্লিক করার কারণে এরপর ছেলেটি বুঝতে পারে যে কিভাবে এই টাকাকে রিটান আনতে হবে এরপর ছেলেটি তার গার্লফ্রেন্ডকে বলে ল্যাপটপ আনতে আর সেখানে সে কিছুক্ষণ রিচার্জ করে আর যে ওয়েবসাইট থেকে টাকা টাকাটা হয় সেই ওয়েবসাইটে গিয়ে পুনরায় টাকাটা মেয়েটির বাবার একাউন্টে ফিরিয়ে আনে এখন যদি ছেলেটা আগে থেকেই বলে দিত যে সে এই সবকিছু জানে তাহলে কেউ এতটা ইমপ্রেস হতো না কিন্তু যখন টাকাটা না সে মেয়েটির বাবা ছেলে ওকে জড়িয়ে ধরে আর থ্যাংক ইউ বলে অনেক খুশি হয় আর ছেলেটির গার্লফ্রেন্ড অনেক বেশি ইমপ্রেস হয় তাই কখনই কোন কিছু মুখে না বলে সামনের জনকে আপনাকে জানতে দিন অথবা আপনি করে দেখান এরপর হলো মজা করলে মজা সহ্য করা শিখুন অনেকবার আমরা মজা করে কাউকে অনেক কিছু বলে দেই কিন্তু যখন কেউ আমাদেরকে নিয়ে মজা করে তখন আমরা রেগে যাই কিন্তু বন্ধুদের মাঝে নিজের 

মজা ওড়ানো দরকার আছে আর এটা সবার ভালো লাগে নিজের মনকে ফ্রেশ রাখুন কারণ রাগ তো সবার মাঝে আছে আপনি সবার থেকে একটু আলাদা হয়ে থাকুন এরপর হলো নিজেকে ভালোবাসার নিজের ওপর বিশ্বাস রাখুন যদি আপনার মধ্যে নিজেকে ভালোবাসার ক্ষমতা ও কনফিডেন্স না থাকে তাহলে সবকিছু বেকার আর কেউ যখন আপনাকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু তারপরেও আপনি তাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন তাহলে এটা আপনার ইমেজ লোকের চোখে খারাপ করে দেয় তাই এটা কখনোই করা উচিত নয় তাই সবার আগে নিজের সম্মানের দিকে খেয়াল রাখুন যদি কেউ আপনাকে বারবার অপমান করে তাহলে এর অর্থ সেই মানুষটি আপনাকে পছন্দ করে না তাই সেখান থেকে দূরে থাকাই ভালো তো বন্ধুরা আশাকরি আপনি আমার কথাগুলো কে বুঝতে পেরেছেন

Comments